Diamond World Ltd
Diamond world ltd
diamond world ltd

কাল থেকে তাপমাত্রা বাড়বে

ডেস্ক রিপোর্ট ::

গত দুই দিনের তুলনায় আজকের আবহাওয়া পরিস্থিতি একটু ভালো। বিশেষ করে রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের মেঘ কেটে গেছে। এখন শুধু খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, আন্দামান সাগরে লঘুচাপ নিয়ে আমরা পূর্বাভাস দিয়েছি। ধারণা করছি, আগামী পরশু দিন লঘুচাপটি তৈরি হয়ে যাবে। লঘুচাপটি তৈরি হচ্ছে এটা নিশ্চিত। আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী লঘুচাপটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে।

লঘুচাপটির সর্বশেষ তথ্য জানিয়ে আবহাওয়া অফিস বলছে, ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ এর লক্ষ্য হতে যাচ্ছে। লঘুচাপটি তৈরি হলে সেটি সুনির্দিষ্ট সময়ের পরে ঘূর্ণিঝড়ে রূপ নেবে; যার নাম হবে আসানি। নামটি শ্রীলঙ্কার দেওয়া।

ডায়মন্ডনিউজ/বিকেডি

আজকের ঢাকা বিভাগের সর্বোচ্চ পঠিত