অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট ::
আন্তঃদেশীয় অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপর ১২টার দিকে রাজধানীর মিন্টোরোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।
তিনি বলেন, আন্তঃদেশীয় অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত থেকে সীমান্ত পথে অস্ত্র দেশে ঢুকছে। তারাই এক চক্র নিয়ন্ত্রণ করছে। পুলিশের এই কর্মকর্তা জানান, চক্রের মূলহোতা আকুল হোসেন বেনাপোল সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে।