রাশিয়ার সঙ্গে জার্মানির সরাসরি সংঘাত বাধতে পারে: সাবেক গোয়েন্দা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক:
জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান হ্যান্স-গিয়োর্গ ম্যাসেন সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে বার্লিন যেসব অস্ত্র সরবরাহ করছে তার কারণে রাশিয়ার সঙ্গে জার্মানির সরাসরি সংঘাত শুরু হতে পারে।
টিভি বার্লিন-এর বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে ম্যাসেন বলেন, ইউক্রেনে সরাসরি অস্ত্র পাঠানোর বিরোধী তিনি। আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “যুদ্ধরত কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করা হলে সরবরাহকারী রাষ্ট্রও যুদ্ধের পক্ষ হয়ে যায়।”
হ্যান্স-গিয়োর্গ ম্যাসেন
ম্যাসেন বলেন, “আমরা হেলমেট ও ব্যান্ডেজ সরবরাহ করছি না বরং আমরা যখন অস্ত্র সরবরাহ করছি তখন আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা স্বয়ংক্রিয়ভাবে এই যুদ্ধের একটি পক্ষ হওয়ার ঝুঁকি তৈরি করেছি। এ নিয়ে প্রকাশ্যে আলোচনা হচ্ছে এবং আমি তাতে যুদ্ধ নিয়ে ভয়ের মধ্যে আছি।"
ডায়মন্ডনিউজ/মাহবুব