দেশে স্বর্ণের দামের ইতিহাস সৃষ্টি

মাত্র ৪ দিনের আগে ভরি প্রতি গড়ে ১৫০০ টাকা বাড়িয়ে মূল্য নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এবার ভরি প্রতি গড়ে ৩৬৩৯ টাকা বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল সংগঠনটি।
ফলে বাংলাদেশে স্বর্ণের দামের এক নতুন ইতিহাস সৃষ্টি হলো। আজ ২১ মে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির মিটিং এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে যা আগামী ২২ মে রবিবার থেকে কার্যকর হবে।
নতুন বর্ধিত মূল্যে ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৮২৪৬৪ টাকা, ২১ ক্যারেট ৭৮৭৩২ টাকা, ১৮ ক্যারেট ৬৭৫৩৪ টাকা এবং সনাতন ৫৬২২০ টাকা দাড়িয়েছে।
যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রা বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, তবে রুপার দাম অপরিবর্তীত রয়েছে।