Diamond World Ltd
Diamond world ltd
diamond world ltd

আজও বৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট ::

পশ্চিমা লঘুচাপের প্রভাবে আজও রাজধানীসহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এর আগে বৃহস্পতিবার ঘূর্ণিঝড় অশনি ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়ে। তবে এর প্রভাবে গত ২ দিন রাজধানীসহ উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় বৃষ্টি হয়। বৃষ্টির কারণে গত কয়েকদিনের তীব্র গরমও কেটে যায়।

গতকাল রাতে ও আজ শুক্রবার সকালে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় কালবৈশাখীসহ বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ভোর ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে ৯৮ মিলিমিটার। রাজধানীতে ১৪ মিলিমিটার, এর পাশাপাশি টেকনাফে ৪৬ ও তেঁতুলিয়ায় ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়।

ডায়মন্ডনিউজ/বিকেডি

সারাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত