Diamond World Ltd
Diamond world ltd
diamond world ltd

করোনা নেগেটিভ সাকিব

ডেস্ক রিপোর্ট ::

করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে অলরাউন্ডার সাকিব আল হাসানের। গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আজ সন্ধ্যায় দলে যোগ দেবেন সাকিব। কাল দেবেন ফিটনেস টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৩৫ বছর বয়সী তারকাকে পাওয়া যাবে কিনা তা সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে চট্টগ্রাম আছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে সাকিব দেশে ফেরার পর করোনা পরীক্ষায় পজিটিভ আসে তার।

বিসিবি থেকে জানানো হয়, করোনা পজিটিভ আসায় আইসোলেশনে আছেন সাকিব। সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন তিনি। তবে এবার সাকিবের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় খুশি বিসিবি। নান্নু বলেন, ‘সাকিবের করোনা নেগেটিভ হওয়ার খবরটা শুনেছি। ম্যানেজমেন্টের মধ্যেও তার ব্যাপারে আলোচনা হয়েছে। সাকিবের সঙ্গে কথা বলে সব ঠিক করা হবে। সে খেলতে পারলে অবশ্যই দলের জন্য ভালো। ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম হবে সিরিজে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে, মিরপুর শেরে বাংলায় স্টেডিয়ামে।

ডায়মন্ডনিউজ/বিকেডি

খেলাধুলা বিভাগের সর্বোচ্চ পঠিত