বয়সের সঙ্গে আমলের কি সম্পর্ক?

ধর্মকর্ম ডেস্ক:
মানুষের মৃত্যু তো আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। এখন জীবন ও মৃত্যুর মাঝে যে সময়টুকু আছে এটাই হচ্ছে তার পরীক্ষা। কোরআনে আল্লাহ বলেছেন, এই সময়ে আল্লাহ দেখেন কি কতটুকু আমল করেন।
এই সময়ে আল্লাহ সবাইকে পরীক্ষা করেন। মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার পরীক্ষার সময় শেষ। এর মধ্যেই যদি আপনি পাশ করে ফেলেন, তাহলে আর অনেক বছরের দরকার নেই। পাশ করলে একদিনেও করা যায়।
সুতরাং যে হায়াত পাবেন সেটাই পরীক্ষার সময়। কারো সময় দীর্ঘ, কারো কম। এখানে বয়স উদ্দেশ্য নয় তার নির্দিষ্ট সময়টাই আসল। এটা নিয়ে সন্দেহ নেই।
ডায়মন্ডনিউজ/মাহবুব