Diamond World Ltd
Diamond world ltd
diamond world ltd

৪টি পিকআপ গাড়ি পুলিশ সুপারের নিকট হস্তান্তর করলেন দিলীপ কুমার আগরওয়ালা

ডেস্ক রিপোর্ট: 
চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা তাঁর মায়ের নামে প্রতিষ্ঠিত “তারাদেবী ফাউন্ডেশন” এর সহযোগীতায় জেলা পুলিশ, চুয়াডাঙ্গা’র আইন-শৃঙ্খলা ডিউটির সহায়তা ও দ্রুত পুলিশীসেবা জনসাধারণের নিকট পৌছানোর লক্ষে পুলিশ সুপারের নিকট ৪টি জাপানী পিকআপ গাড়ি রেজিস্ট্রেশনসহ উপহার প্রদান করার আগ্রহ ব্যক্ত করেন।

দিলীপ কুমার আগরওয়ালা, ব্যবস্থাপনা পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ড ও তাঁর সহধর্মিণী জনাব সাবিতা আগরওয়ালা, চেয়ারম্যান ডায়মন্ড ওয়ার্ল্ড আজ শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় অফিসকক্ষে হাজির হয়ে পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এঁর নিকট জাপানী ০২টি DAIHATSU HIJET-650cc, ০১টি DAIHATSU HIJET-660cc,০১টি MITSUBISHI PICKUP-650cc পিকআপ গাড়ি রেজিস্ট্রেশনসহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

উক্ত ৪টি পিকআপ গাড়ি জেলা পুলিশ, চুয়াডাঙ্গায় সংযুক্ত হওয়ার দরুন দ্রুত পুলিশী সেবা জনসাধরণের দোর-গোড়ায় দ্রুত পৌছানো সহজ হবে বলে পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসী সকলের সহযোগীতা কামনা করেন।

পিকআপ গাড়িগুলো হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) কনক কুমার দাস সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন।
ডায়মন্ডনিউজ/মাহবুব

বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বোচ্চ পঠিত

dwl

বিশেষ প্রতিবেদন এর শীর্ষ সংবাদ

dwl
dwl

সর্বশেষ